‘গোল্ডেন ডাকে’ ফিরে ভারতের চাপ বাড়ালেন কোহলি
জিমি অ্যান্ডারসনের বলটা খেলবেন নাকি ছেড়ে দেবেন, এই দোটানায় শেষ পর্যন্ত ব্যাট চালিয়েই দেন বিরাট কোহলি। ব্যাটের কানায় লেগে সেই বল যায় উইকেটকিপার জশ বাটলারের হাতে। দারুণ শুরুর পরও ভারতের চাপ বাড়িয়ে দিয়েছে কোহলির উইকেট। এ নিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ‘গোল্ডেন ডাক’ পেলেন কোহলি।