Ajker Patrika

শাস্তি পেলেন কোহলি-রুটরা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৮: ৩৬
শাস্তি পেলেন কোহলি-রুটরা

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র। এর মধ্যে ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দলে। সেই ম্যাচে অবশ্য পয়েন্টও কাটা গেছে দুই দলের। একই সঙ্গে জরিমানাও করা হয়েছে ভারত ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের। 

রোববার শেষ হয়েছে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টটি। শেষ দিনে ৯ উইকেট হাতে রেখে ভারতের দরকার ছিল ১৫৭ রান। বৃষ্টি বাধায় একটি বলও মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করেন দুই আম্পায়ার। ড্র ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়ম অনুযায়ী দুই দলই পেয়েছিল ৪ পয়েন্ট করে। 

তিন দিন না পেরোতেই জানা গেল, স্লো ওভার রেটের জন্য দুই দল থেকেই কেটে নেওয়া হয়েছে ২ পয়েন্ট করে। নিয়ম অনুযায়ী দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের এই শাস্তি দিয়েছেন ট্রেন্ট ব্রিজ টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দুই দলই নিজেদের ভুল শিকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বড় ভূমিকা রেখেছিল স্লো ওভার রেট। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা হয়েছিল। ৪ পয়েন্ট কাটা যাওয়ার নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। খেলতে পারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই নিউজিল্যান্ডই পরে ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত