Ajker Patrika

ক্রিকেট থেকে বিরতি নিলেন স্টোকস

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০: ৩৫
ক্রিকেট থেকে বিরতি নিলেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

ভারতের বিপক্ষে সিরিজে তাই স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।

ক্রিকেট থেকে স্টোকসের অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে এই সময়ে আঙুলের চোটে থেকে সেরে ওঠার কথাও বলেছেন তিনি।

কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। পরে তাঁকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।

আগামী সপ্তাহেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে ইসিবি জানিয়েছে, বেন স্টোকস ওই সিরিজের আগে ইংল্যান্ডের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জৈব সুরক্ষাবলয়ের এই সময়ে মানসিকভাব ঠিক থাকতে বিরতিতে যাচ্ছেন স্টোকস।

এক বিবৃতিতে ইসিবি আরও জানিয়েছে, নিজের ভালো-খারাপ অনুভূতির বিষয়ে কথা বলতে সংকোচ করেন না বেন। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়টিই তাদের কাছে অগ্রাধিকারের বিষয়। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় খেলোয়াড়েরা সব সময়ই চাপে থাকেন। কিন্তু জৈব সুরক্ষাবলয় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত