তাইওয়ানের ভূমিকম্পে নিহত ৯, আহত প্রায় এক হাজার
তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান অব্যাহত রয়েছে। গত ২৫ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে এখনো পর্যন্ত অন্তত নয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া, আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।