ফিলিপাইনে ভূমিধসের ৬০ ঘণ্টা পর ‘অলৌকিকভাবে’ জীবিত শিশু উদ্ধার
ফিলিপাইনের দক্ষিণের একটি পার্বত্য অঞ্চলে মর্মান্তিক ভূমিধসের ৬০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনিসমৃদ্ধ গ্রাম মাসারোয় গত মঙ্গলবারের ভূমিধসে অন্তত ১১ জন মারা গেছে এবং আহত হয়েছে অন্তত ৩১ জন। এ ছাড়া, নিখোঁজ রয়েছে শতাধিক।