বিধ্বস্ত সেন্ট মার্টিনে কারও ঘর অর্ধেক, কারও নেই
গত রোববার যে অবস্থাডা হয়েছিল, তা জীবনে কখনো দেহি নাই। যে ভয়ে-আতঙ্কে ছিলাম বলার মতো নই। যেভাবে বাতাসগুলো ছুটছিল, তা গাছের আগাগুলো দেহেন বুঝতে পারবেন। বাড়িগুলো দেহেন কেমন হয়ে গেছে। দাঁড়ানোর মতো সাহস কারও ছিল না এহেনে।