গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
অনাথ পরিচয় দিয়ে গৃহস্থের বাড়িতে আশ্রয়। বিভিন্ন কাজে সহযোগিতা করে বাড়ির লোকজনের আস্থাভাজন হয়ে ওঠেন জাফর নামের এক ব্যক্তি। সুযোগ পেয়ে গৃহস্থের ১৪ মাস বয়সী ছেলেসন্তানকে নিয়ে উধাও হন তিনি। এরপর তাকে মাত্র ১৫ হাজার টাকায় এক নারীর কাছে বিক্রি করেন জাফর। এর তিন দিন পর ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ করা শিশুকে কেনার অভিযোগে মমতা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারী নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। তিনি বলেন, অপহরণ করা শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রির পর প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কেনার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি হলো গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী ছেলে মো. শাহজাহান। সে গত ২৭ মে বাড়ি থেকে অপহরণের শিকার হয়। এরপর গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন ফয়জুদ্দিন।
আজ মঙ্গলবার সিলেট জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, মূল অপহরণকারী হলেন জাফর নামের এক ব্যক্তি। তিনি আসল পরিচয় গোপন রেখে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এর পর থেকে তিনি ফয়জুদ্দিনের ছেলেশিশু শাহজাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন।
জাফর গৃহস্থালির কাজে সহযোগিতা করে ওই বাড়ির সবার বিশ্বস্ত হন। একই সঙ্গে মনে মনে তিনি শাহজাহানকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। টানা ২০ দিন ওই বাড়িতে থাকার পর সুযোগ পেয়ে গত ২৭ মে শাহজাহানকে অপহরণ করেন তিনি। এরপর জাফর তাকে হবিগঞ্জের নবীগঞ্জে মমতা বেগম নামের এক নারীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
জাফরকে আটক করতে অভিযান অব্যাহত থাকার কথা জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। হত্যা, ধর্ষণ ও অপহরণকারীকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
অনাথ পরিচয় দিয়ে গৃহস্থের বাড়িতে আশ্রয়। বিভিন্ন কাজে সহযোগিতা করে বাড়ির লোকজনের আস্থাভাজন হয়ে ওঠেন জাফর নামের এক ব্যক্তি। সুযোগ পেয়ে গৃহস্থের ১৪ মাস বয়সী ছেলেসন্তানকে নিয়ে উধাও হন তিনি। এরপর তাকে মাত্র ১৫ হাজার টাকায় এক নারীর কাছে বিক্রি করেন জাফর। এর তিন দিন পর ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ করা শিশুকে কেনার অভিযোগে মমতা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারী নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। তিনি বলেন, অপহরণ করা শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রির পর প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কেনার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি হলো গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী ছেলে মো. শাহজাহান। সে গত ২৭ মে বাড়ি থেকে অপহরণের শিকার হয়। এরপর গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন ফয়জুদ্দিন।
আজ মঙ্গলবার সিলেট জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, মূল অপহরণকারী হলেন জাফর নামের এক ব্যক্তি। তিনি আসল পরিচয় গোপন রেখে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এর পর থেকে তিনি ফয়জুদ্দিনের ছেলেশিশু শাহজাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন।
জাফর গৃহস্থালির কাজে সহযোগিতা করে ওই বাড়ির সবার বিশ্বস্ত হন। একই সঙ্গে মনে মনে তিনি শাহজাহানকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। টানা ২০ দিন ওই বাড়িতে থাকার পর সুযোগ পেয়ে গত ২৭ মে শাহজাহানকে অপহরণ করেন তিনি। এরপর জাফর তাকে হবিগঞ্জের নবীগঞ্জে মমতা বেগম নামের এক নারীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
জাফরকে আটক করতে অভিযান অব্যাহত থাকার কথা জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। হত্যা, ধর্ষণ ও অপহরণকারীকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১৫ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৩২ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৩৩ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৩৫ মিনিট আগে