আফ্রিকাজুড়ে অভ্যুত্থান ও অভ্যুত্থানচেষ্টা
২০২২ সালের মতো ২০২৩ সালজুড়েও চলে চরম ভূরাজনৈতিক নাটকীয়তা এবং অর্থনৈতিক সংকট। সংশ্লিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগের বছরের ইস্যুগুলো বিদায়ী বছরে বাড়ে। একের পর এক দেশে ভুয়া নির্বাচন এবং নতুন নতুন সংকটের আবির্ভাবের ফলে ২০২২ সালের মতো এ বছরও সেনা অভ্যুত্থান এবং অভ্যুত্থানের চেষ্টা করে কয়েকটি দেশ।