গ্যালারিতে আফগান-পাকিস্তান ‘মারামারি’ চান না রশিদ খান
আরব আমিরাতে আজ সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন বলেই দুবাইয়ে প্রবাসী পাকিস্তান-আফগান সমর্থকদের ঢল নামবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে, উপমহাদেশের নব্য ‘দ্বৈরথ’ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখতে। আর এই ‘ঢল’ শব্দটাতেই যত দুশ্চিন্তা আফগান লেগস্পিনার রশিদ খানের।