১১০ দিনেই কৃষকের ঘরে বিনা-১৭ ধান
ময়মনসিংহ অঞ্চলে চলতি আমন মৌসুমে চাষ করা স্থানীয় জাতের ধানের এখনো থোড় বের হয়নি। অথচ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আগাম জাতের বিনা ধান-১৭ কাটা শুরু হয়েছে। স্বল্প সময়ে ভালো ফলনে এ ধানকে ঘিরে কৃষকদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা, তৈরি হয়েছে আগ্রহ। খরা সহিষ্ণু, স্বল্প জীবনকালীন ও