Ajker Patrika

ভালুকা ছাত্রলীগ নেতার কারাদণ্ড , জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩: ১৮
ভালুকা ছাত্রলীগ নেতার  কারাদণ্ড , জরিমানা

ময়মনসিংহে চেক জালিয়াতির মামলায় ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ রায় ঘোষণা করেন।

তবে রায়ের সময় মনিরুজ্জামান মামুন অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী নুরুল হক। তিনি জানান, পূর্ব সম্পর্কের সূত্রে মো. কামরুল ইসলামের কাছ থেকে ২৪ লাখ টাকা ধার নেন ছাত্রলীগ নেতা মামুন। পরে আলোচনার মাধ্যমে কামরুলকে ভালুকা ন্যাশনাল ব্যাংকের অধীনে ১৮ লাখ টাকার একটি চেক দেন ওই ছাত্রলীগ নেতা। কিন্তু পরবর্তীতে মামুনের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কামরুল ইসলাম ওরফে চাঁন মিয়া বাদী হয়ে আদালতে চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার আইনজীবী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী, বাকি থাকল এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক

ভয় দেখিয়ে দেওয়া হয় টাকা, ‘খাসির খানা’ হচ্ছে না

মামুনের মাথার খুলি ফ্রিজে, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিমের সব চিহ্ন কেন মুছে নিল নিরাপত্তারক্ষীরা

কক্সবাজার কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, ১৩ তরুণ-তরুণী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত