Ajker Patrika

বাকৃবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৪%

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১: ১০
বাকৃবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৪%

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের সব বিভাগীয় শহরের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৭৯ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৬৪ দশমিক পাঁচ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এ সময় ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশন ও মাস্ক পরা নিশ্চিত করে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এ ছাড়া অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স-হেলথ কেয়ারের বেডে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখে কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তায় সময়মতো প্রশ্ন বণ্টনও করা হয়। কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

উল্লেখ্য ধারাবাহিকভাবে বাকৃবির কেন্দ্রগুলোয় আগামী ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে ঢাবির ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী, বাকি থাকল এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক

ভয় দেখিয়ে দেওয়া হয় টাকা, ‘খাসির খানা’ হচ্ছে না

মামুনের মাথার খুলি ফ্রিজে, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিমের সব চিহ্ন কেন মুছে নিল নিরাপত্তারক্ষীরা

কক্সবাজার কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, ১৩ তরুণ-তরুণী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত