পরিবর্তনের জন্য লড়ছেন প্রতিবাদী মুনসুর ফকির
ত্রিশালের আলোচিত সেই ‘ভিক্ষুক চেয়ারম্যান’ প্রার্থীকে ভোট দিয়ে অনিয়ম, দুর্নীতি ও নির্বাচনে অর্থের প্রভাবের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছেন ৩৭৭ জন ভোটার। তিনি হলেন দুই নম্বর বৈলর ইউনিয়নের বড় পুকুরপাড়ের বাসিন্দা মো. আবুল মুনসুর ফকির। থাকনে মহাসড়কের পাশে খালের ওপর মাচা তৈরি করে। মানুষের দানে চলে তাঁর জ