Ajker Patrika

সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ১৮
সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময়

ময়মনসিংহে সোনালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষণ হলে গতকাল শুক্রবার ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদ।

এতে ছয়টি রিজওনাল অফিসের প্রধান ও ময়মনসিংহ অঞ্চলের ৪টি শাখার ম্যানেজারেরা অংশ নেন। আঞ্চলিক পর্যায়ের ব্যবসায়িক বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা ও এর বিপরীতে অর্জনের তথ্যাদি নিয়ে আলোচনায় অংশ নেন ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম শামছুল ইসলাম, মো. আমিনুর রহমান খান, মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মো. মাহমুদুল হক, মো. জাহিদ ইকবাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, রাস মোহন সাহা ও মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধানের একান্ত সচিব মো. আবুল কালাম আজাদ। সভায় মাহবুবুর রহমান বলেন, আপনারা বছরের শেষাংশে নিজেদের সেরাটা ব্যাংকের জন্য নিবেদন করবেন। আপনাদের সব অঞ্চল ও শাখাগুলোর জন্য সব সূচকে নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান ও মো. মেহেদী হাসান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত