রাম রহিমের যাবজ্জীবন সাজা
দুই দশক আগে ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলায় দেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালত এ রায় দেন। বাকি চারজন হলেন কৃষাণ লাল, জাসবির সিং, অবতার সিং এবং সাবদিল।