Ajker Patrika

পানি সংকট সমাধানে বড় উদ্যোগ মিসরের

রয়টার্স, কায়রো
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৪: ৩৩
পানি সংকট সমাধানে বড় উদ্যোগ মিসরের

নীল নদের দেশ মিসরে পানীয় ও ব্যবহারের পানির তীব্র সংকট চলছে। সংকট সমাধানে নোনা পানি ব্যবহারের উপযোগী করতে নতুন ১৭টি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশটি। ৫ বছর ধীরে ধীরে এসব কারখানা চালু হবে। ফলে দেশটির ব্যবহার উপযোগী পানির সরবরাহ বর্তমানের পাঁচ গুণ হবে।

তথ্যমতে, দেশটি বর্তমানে দৈনিক ৮ লাখ কিউবিক মিটার নোনা পানি লবণমুক্ত করতে পারে। নতুন কারখানাগুলোর কয়েকটি চালু হলে প্রাথমিক পর্যায়ে এ ক্ষমতা বেড়ে ২৮ লাখ কিউবিক মিটারে পৌঁছাবে। তবে পাঁচ বছর শেষে তা প্রায় দ্বিগুণ হবে। আর ২০৫০ সালে তা ৬৪ লাখ কিউবিক মিটারে পৌঁছাবে।

বিশাল এ পরিকল্পনা বাস্তবায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেবে সরকার। তাদের থেকে পানি কিনে কম দামে তা বিক্রি করা হবে। তবে এ বাবদ সরকার কত ব্যয় করবে, তা জানা যায়নি।

মিসরে ২০২৫ সাল নাগাদ পানির প্রচণ্ড সংকট দেখা দিতে পারে বলে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ। এ পানি সংকট প্রায় তিন দশকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত