জলবায়ু তহবিল নিয়ে পরিকল্পনা নেই
করোনায় ছোটদের মতো উন্নত অর্থনীতিগুলোও বড় ধাক্কা খেয়েছে। কিন্তু বড়রা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যতটা দ্রুত ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে, গরিবেরা তা পারছে না। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করাটা গরিবদের জন্য প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে।করোনায় ছোটদের মতো উন্নত অর্থনীতিগুলোও বড় ধাক্কা খেয়েছে।