নেদারল্যান্ডসে বিক্ষোভ, আটক ৬৪ জন
তৃতীয় রাতের মতো গত রোববার রাতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে নেদারল্যান্ডসের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের রুখতে লাঠিপেটা করেছে পুলিশ। এ পর্যন্ত আহত হয়েছেন চারজন। পুলিশ বলছে, তাঁদের পাঁচ সদস্যও আহত হয়েছেন। আটক করা হয়েছে ৬৪ জনকে। বেলজিয়াম, ফ্রান্স অস্ট্রিয়া এবং ইতালিতেও রাস্তায় নেমেছে মানুষ।