নারীর উদ্যোগ কখনো অম্ল কখনো মধুর
আমি একটি কথা মনেপ্রাণে বিশ্বাস করি—একটি দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল এবং চর্চার পরিবেশ সেই দেশের অধিবাসীদের উন্নত মনন তৈরি করে। মহান স্বাধীনতার আগপর্যন্ত একটা মিশ্র সমাজব্যবস্থা আমাদের সাংস্কৃতিক স্থিতিকে নড়বড়ে করেছে। আমাদের সামনে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই, সেটা হোক সামাজিক, পারিবারিক কিংবা আচরণগত স