৩ কিমি খাল ভরাট করে আবাসন
কুমিল্লার মুরাদনগরে নবীপুর পূর্ব ও নবীপুর পশ্চিম ইউনিয়নের বুক চিরে বইয়ে গেছে গকুলনগর, সিএমবি ও নগরপাড়ের ৩টি খাল। এসব খাল দিয়ে এক সময় মালবাহী নৌযান চলাচলসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ বিভিন্ন জায়গায় নৌকাযোগে যাতায়াত করত। খালের পানি কৃষি কাজে ব্যবহার করত গ্রামবাসী।