সরকারকে ৭ দিনের সময় দিলাম, বিচার না পেলে একাই রাজপথে দাঁড়াব: কাফি
নুরুজ্জামান কাফি বলেন, ‘আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। সাত দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে ছিলাম।