যশোরের মনিরামপুরে খোরশেদ আলম নামের এক কৃষকের দেড় বিঘা জমির অন্তত ১০ মণ সরিষা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কে বা কারা কৃষকের এই ক্ষতি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তূপে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, ‘গতকাল শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ উত্তর দিকে মাঠে আগুন জ্বলতে দেখা যায়। দৌড়ে মোড়ের সবাই এগিয়ে গিয়ে দেখি, খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে চার-পাঁচ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছে।’
ভুক্তভোগী খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তূপ করে রেখেছি। আজ সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।’
নুরজাহান বেগম আরও বলেন, ‘মাঠে আরও অনেকের সরিষা স্তূপ করা আছে। কারও কোনো ক্ষতি হলো না। আমাদের কোনো শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তূপে আগুন দিয়েছে।’
দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়েছিল। ফলন খুব ভালো হয়েছিল। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যশোরের মনিরামপুরে খোরশেদ আলম নামের এক কৃষকের দেড় বিঘা জমির অন্তত ১০ মণ সরিষা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কে বা কারা কৃষকের এই ক্ষতি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তূপে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, ‘গতকাল শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ উত্তর দিকে মাঠে আগুন জ্বলতে দেখা যায়। দৌড়ে মোড়ের সবাই এগিয়ে গিয়ে দেখি, খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে চার-পাঁচ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছে।’
ভুক্তভোগী খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তূপ করে রেখেছি। আজ সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।’
নুরজাহান বেগম আরও বলেন, ‘মাঠে আরও অনেকের সরিষা স্তূপ করা আছে। কারও কোনো ক্ষতি হলো না। আমাদের কোনো শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তূপে আগুন দিয়েছে।’
দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়েছিল। ফলন খুব ভালো হয়েছিল। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে