কলম্বিয়া কি পারবে কুখ্যাত এস্কোবারের ‘নাম-নিশানা’ মুছে দিতে
১৯৮৯ সালের ২৭ নভেম্বর, সোমবার। এক শিক্ষক গনজালো রোজাসকে যখন ক্লাস থেকে ডেকে নিয়ে এলেন, তখন তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি স্কুলে পড়েন। ছোট্ট রোজাসের জন্য অপেক্ষা করছিল এক হৃদয়বিদারক খবর—তার বাবা সিনিয়র গনজালো রোজাস বিমান দুর্ঘটনায় মারা গেছেন।