প্রতি স্মার্টফোনে কত লাভ করে গুগল ও অ্যাপল
চলতি বছর অ্যাপলকে টেক্কা দিতে পিক্সেল ৯ সিরিজ আগে ভাগেই বাজারে এনেছে গুগল। এই সিদ্ধান্তের ফলে পিক্সেল ফোনগুলো বেশ সাফল্য পেয়েছে। এখন পিক্সেল ৯ প্রো ও আইফোন ১৬ প্রো তৈরিতে গুগল ও অ্যাপল কত অর্থ খরচ হয়েছে তা প্রকাশ করেছে জাপানি সংবাদ সংস্থা নিক্কেই। এই তথ্যের মাধ্যমের বোঝা যায় যে, প্রতি স্মার্টফোন বিক