নেতা, দেহরক্ষী, ব্যবসায়ীর হাতে উজি
যশোর এলাকার এক সাংসদের দেহরক্ষীর রয়েছে উজি পিস্তল। সেই পিস্তল নিয়ে তিনি ঘুরে বেড়ান। একজন শিল্পপতির স্ত্রীও কিনেছেন সেই অস্ত্র। তালিকায় আরও আছেন জর্দা ফ্যাক্টরির মালিক, মাছ ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, শিপিং ব্যবসায়ী এবং পুলিশে কর্মরত ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।