দেশের প্রথম সনদধারী রোবোটিক সার্জন ঝিনুক
জটিল কোনো অস্ত্রোপচারের কথা বললেই যে কারও মাথায় আসে শরীরে কাটাছেঁড়া-সেলাই আর রক্তপাত। কিন্তু দিন বদলেছে, এখন একটি ছোট ছিদ্র করেই এমন অনেক অস্ত্রোপচার করে ফেলা যায়। রোবটের সাহায্যেই এ ধরনের অস্ত্রোপচার করেন একজন শল্য চিকিৎসক (সার্জন)। সেই কাজটি করার জন্য বাংলাদেশিদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সনদ পেয়েছ