স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে এক রুশ নাগরিক নিজের মাথায় নিজেই অস্ত্রোপচারের চেষ্টা চালিয়েছিলেন। এক হাতে ব্যবহার করা যায় এমন একটি ড্রিল মেশিনের সাহায্যে এই দুঃসাহসিক কাজটি করতে গিয়েছিলেন রাশিয়ার নভোসিবিরস্ক অঞ্চলের মিখাইল রাদুগা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বছর খানিক আগে, ৪০ বছর বয়সী মিখাইল রাদুগা স্বপ্ন নিয়ন্ত্রণে নিজের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপনের বিষয়ে ধারণা লাভ করেন। ধারণা করা হয়, রাদুগা কোনো একটি গুপ্ত গোষ্ঠীর দ্বারা এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত হয়েছেন। এ ছাড়া তিনি অনলাইনে স্লিপ প্যারালাইসিস, আউট অব বডি স্টেট এবং অ্যাস্ট্রাল প্রজেকশন নিয়ে বিস্তর পড়ালেখাও করেন। দীর্ঘদিনের পড়ালেখা শেষেই কেবল তিনি নিজের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এরপর চলতি বছরের শুরুর দিকে রাদুগা সিদ্ধান্ত নেন নিজের ওপর অস্ত্রোপচার করার। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন, পেশাদার শল্য চিকিৎসকদের সহায়তা নেবেন। কিন্তু দেশটির আইন এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে পেশাদার শল্যবিদদের কাছে যাওয়ার সিদ্ধান্ত বাদ দেন এবং নিজেই নিজের মস্তিষ্কে ড্রিল ব্যবহার করে অস্ত্রোপচার করবেন বলে মনস্থির করেন।
রাদুগা জানান, অবশেষে চলতি বছরের ১৭ মে তিনি তার মস্তিষ্কে অস্ত্রোপচারের চেষ্টা চালান। এর আগে তিনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে নিউরোসার্জারির ওপর জ্ঞানার্জন করেন। পরে ছয়টি ভেড়ার ওপর বেশ কয়েকবার পরীক্ষা চালান। এরপর গিয়ে নিজেই নিজের মস্তিষ্কে ড্রিল চালান। কিন্তু পর্যাপ্ত দক্ষতা না থাকায় চার ঘণ্টা দীর্ঘ সেই অস্ত্রোপচারে রাদুগার শরীর থেকে প্রায় লিটার খানিক রক্ত বেরিয়ে যায় এবং তিনি প্রায় মরতে বসেছিলেন। তবে মজার ব্যাপার হলো রাদুগা তার অস্ত্রোপচারে সফল হয়েছিলেন।
যাই হোক, সম্প্রতি রাদুগা তার অস্ত্রোপচারের পুরো বিষয়টির ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, রাদুগা কাগজের ক্লিপ ব্যবহার করে তার মাথার চামড়া চেপে ধরে রেখে তার মাথার খুলির পেছনে ড্রিল করছেন। ড্রিল শেষ হওয়ার পর তিনি তার মস্তিষ্কে একটি প্লাটিনাম এবং সিলিকন চিপ বসান।’ অবশ্য পরে বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। তাই অস্ত্রোপচারের পাঁচ সপ্তাহ পরে রাদুগা চিপটি সরানোর জন্য হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের দ্বারস্থ হন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যালেক্স গ্রিনের মতো পেশাদার নিউরোসার্জনেরা রাদুগার ‘অত্যন্ত বিপজ্জনক’ এই অস্ত্রোপচারের নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, এই ধরনের অপারেশন শুধু যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞদের হাতেই হওয়া উচিত।
স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে এক রুশ নাগরিক নিজের মাথায় নিজেই অস্ত্রোপচারের চেষ্টা চালিয়েছিলেন। এক হাতে ব্যবহার করা যায় এমন একটি ড্রিল মেশিনের সাহায্যে এই দুঃসাহসিক কাজটি করতে গিয়েছিলেন রাশিয়ার নভোসিবিরস্ক অঞ্চলের মিখাইল রাদুগা। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বছর খানিক আগে, ৪০ বছর বয়সী মিখাইল রাদুগা স্বপ্ন নিয়ন্ত্রণে নিজের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপনের বিষয়ে ধারণা লাভ করেন। ধারণা করা হয়, রাদুগা কোনো একটি গুপ্ত গোষ্ঠীর দ্বারা এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত হয়েছেন। এ ছাড়া তিনি অনলাইনে স্লিপ প্যারালাইসিস, আউট অব বডি স্টেট এবং অ্যাস্ট্রাল প্রজেকশন নিয়ে বিস্তর পড়ালেখাও করেন। দীর্ঘদিনের পড়ালেখা শেষেই কেবল তিনি নিজের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এরপর চলতি বছরের শুরুর দিকে রাদুগা সিদ্ধান্ত নেন নিজের ওপর অস্ত্রোপচার করার। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন, পেশাদার শল্য চিকিৎসকদের সহায়তা নেবেন। কিন্তু দেশটির আইন এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে পেশাদার শল্যবিদদের কাছে যাওয়ার সিদ্ধান্ত বাদ দেন এবং নিজেই নিজের মস্তিষ্কে ড্রিল ব্যবহার করে অস্ত্রোপচার করবেন বলে মনস্থির করেন।
রাদুগা জানান, অবশেষে চলতি বছরের ১৭ মে তিনি তার মস্তিষ্কে অস্ত্রোপচারের চেষ্টা চালান। এর আগে তিনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে নিউরোসার্জারির ওপর জ্ঞানার্জন করেন। পরে ছয়টি ভেড়ার ওপর বেশ কয়েকবার পরীক্ষা চালান। এরপর গিয়ে নিজেই নিজের মস্তিষ্কে ড্রিল চালান। কিন্তু পর্যাপ্ত দক্ষতা না থাকায় চার ঘণ্টা দীর্ঘ সেই অস্ত্রোপচারে রাদুগার শরীর থেকে প্রায় লিটার খানিক রক্ত বেরিয়ে যায় এবং তিনি প্রায় মরতে বসেছিলেন। তবে মজার ব্যাপার হলো রাদুগা তার অস্ত্রোপচারে সফল হয়েছিলেন।
যাই হোক, সম্প্রতি রাদুগা তার অস্ত্রোপচারের পুরো বিষয়টির ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, রাদুগা কাগজের ক্লিপ ব্যবহার করে তার মাথার চামড়া চেপে ধরে রেখে তার মাথার খুলির পেছনে ড্রিল করছেন। ড্রিল শেষ হওয়ার পর তিনি তার মস্তিষ্কে একটি প্লাটিনাম এবং সিলিকন চিপ বসান।’ অবশ্য পরে বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। তাই অস্ত্রোপচারের পাঁচ সপ্তাহ পরে রাদুগা চিপটি সরানোর জন্য হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের দ্বারস্থ হন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যালেক্স গ্রিনের মতো পেশাদার নিউরোসার্জনেরা রাদুগার ‘অত্যন্ত বিপজ্জনক’ এই অস্ত্রোপচারের নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, এই ধরনের অপারেশন শুধু যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞদের হাতেই হওয়া উচিত।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে