ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুই বছরের হাবিবকে বিছানায় রেখে ঘরের বাইরে যান তার মা। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। ছিটকিনি খুলে আসে তার হাতে। না বুঝে এটি গিলে ফেলে হাবিব। শুরু হয় পেটে যন্ত্রণা। পরিবারের লোকজন কিছু বুঝে উঠতে পারছিল না। দুদিন হাবিবকে পর্যবেক্ষণে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে চিকিৎসকেরা বের করেন সেই ছিটকিনি।
হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। জুয়েলের তিন ছেলে সন্তানের মধ্যে হাবিব ছোট। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানে হাবিব চিকিৎসাধীন।
সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ। তিনি জানান, এক্স-রে রিপোর্টে হাবিবের পেটের খাদ্যনালীতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে সাধারণত খাদ্যনালী প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালীর ভেতর থেকে খুঁজে কেটে বের করা হয়েছে ছিটকিনি।
কয়েক দিনের মধ্যে হাবিব সুস্থ হয়ে উঠবেন বলে জানান চিকিৎসক আবু সাঈদ। তিনি আরও বলেন, ‘হাবিবকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে। সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছে।’
হাবিবের মা পাখি বেগম বলেন, ‘আমার ছেলে বেশ চঞ্চল। গত বুধবার সকালে তাকে নাশতা করাইয়ে বিছানায় বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসি। সেখানে হাবিবের এক্স-রে করে দেখি গলায় কিছু একটা আছে।’
বুধবার বিকেলেই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে নিয়ে আসেন বলে জানান পাখি বেগম। তিনি বলেন, ‘হাবিবকে এক্স-রে করে চিকিৎসকেরা দেখেন পেটের ভেতরে একটা ছিটকিনি আটকে আছে। চিকিৎসকেরা তাকে দুদিন পর্যবেক্ষণে রাখেন। এর দুই দিন পর শুক্রবার রাতে আমার ছেলেকে অপারেশন করে খাদ্যনালী থেকে ছিটকিনি বের করেন চিকিৎসক আবু সাঈদ।’
দুই বছরের হাবিবকে বিছানায় রেখে ঘরের বাইরে যান তার মা। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। ছিটকিনি খুলে আসে তার হাতে। না বুঝে এটি গিলে ফেলে হাবিব। শুরু হয় পেটে যন্ত্রণা। পরিবারের লোকজন কিছু বুঝে উঠতে পারছিল না। দুদিন হাবিবকে পর্যবেক্ষণে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে চিকিৎসকেরা বের করেন সেই ছিটকিনি।
হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। জুয়েলের তিন ছেলে সন্তানের মধ্যে হাবিব ছোট। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানে হাবিব চিকিৎসাধীন।
সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ। তিনি জানান, এক্স-রে রিপোর্টে হাবিবের পেটের খাদ্যনালীতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে সাধারণত খাদ্যনালী প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালীর ভেতর থেকে খুঁজে কেটে বের করা হয়েছে ছিটকিনি।
কয়েক দিনের মধ্যে হাবিব সুস্থ হয়ে উঠবেন বলে জানান চিকিৎসক আবু সাঈদ। তিনি আরও বলেন, ‘হাবিবকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে। সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছে।’
হাবিবের মা পাখি বেগম বলেন, ‘আমার ছেলে বেশ চঞ্চল। গত বুধবার সকালে তাকে নাশতা করাইয়ে বিছানায় বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসি। সেখানে হাবিবের এক্স-রে করে দেখি গলায় কিছু একটা আছে।’
বুধবার বিকেলেই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে নিয়ে আসেন বলে জানান পাখি বেগম। তিনি বলেন, ‘হাবিবকে এক্স-রে করে চিকিৎসকেরা দেখেন পেটের ভেতরে একটা ছিটকিনি আটকে আছে। চিকিৎসকেরা তাকে দুদিন পর্যবেক্ষণে রাখেন। এর দুই দিন পর শুক্রবার রাতে আমার ছেলেকে অপারেশন করে খাদ্যনালী থেকে ছিটকিনি বের করেন চিকিৎসক আবু সাঈদ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে