চমক নিয়ে ফিরছেন কুসুম শিকদার
দীর্ঘ সময় ধরে পর্দায় নেই কুসুম শিকদার। সর্বশেষ ২০১৮ সালে অভিনয় করেছিলেন নাটকে। আর বড় পর্দায় তাঁকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর আর দেখা যায়নি নাটক ও চলচ্চিত্রের নিয়মিত মুখ কুসুম শিকদারকে। অবশেষে লম্বা বিরতির পর সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন কুসুম। চমকপ্রদ ব্যাপার হলো, শুধু অভিনয় নয়, ‘শরত