Ajker Patrika

আবারও গান নিয়ে মূকাকু

আবারও গান নিয়ে মূকাকু

দুরন্ত টিভির একটি শিশুতোষ অনুষ্ঠানে অভিনয়ের সুবাদে মূকাভিনয়শিল্পী নিথর মাহবুবকে এখন সবাই মূকাকু হিসেবে চেনেন। প্রতিবছর নিজের জন্মদিনে মূকাভিনয়ের শো করেন মাহবুব। কিন্তু গত বছর জন্মদিনে নিজের কথা, সুর ও কণ্ঠে ‘আগন্তুক’ শিরোনামে জীবনমুখী একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে গানটি অনেকের প্রশংসা কুড়িয়েছে।

প্রথম গানের পর ভক্ত-শ্রোতাদের প্রশংসা ভীষণ উৎসাহী করেছে মাহবুবকে। তাই এবার ঈদে নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান উপহার দিয়েছেন নিথর মাহবুব। এবারের গানটিও জীবনমুখী। ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামের গানটি স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে মিউজিক ডোর নামের ইউটিউব চ্যানেলে। ‘মুদ্রাস্ফীতির ক্রান্তিকাল দিশে খুঁজে পাচ্ছি না, ব্যাংক ব্যালান্সটা ছোট হচ্ছে ধরে রাখতে পারছি না’—এমন কথার গানটির সংগীত আয়োজন করেছেন কণ্ঠশিল্পী শাইলু শাহ্, মিউজিক করেছেন টফি রেনান। ভিডিও চিত্র ধারণ করেছেন ফয়সাল মাহমুদ।

করোনা পরিস্থিতি এবং পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পৃথিবীর অনেক দেশেই দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। বাংলাদেশও এর বাইরে নয়। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এসব সংকটের কথাই উঠে এসেছে নিথর মাহবুবের ‘মুদ্রাস্ফীতি’ গানে।

নিথর মাহবুব বলেন, ‘অনেকের অনুরোধে আবার নতুন গান নিয়ে হাজির হয়েছি। কথাই এই গানের প্রাণ, তাই সাদামাটা একটি স্টুডিও ভার্সন ভিডিও করেছি গানটির জন্য। মূলত গানটা মানুষকে শোনাতে চাই। যদি গানটি সবার ভালো লাগে; তবে নতুন করে একটি মিউজিক ভিডিও তৈরি করব।’

আগামী ৭ মে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রয়েছে নিথর মাহবুবের একক মূকাভিনয়। মঞ্চে নাটক, মূকাভিনয়ের পাশাপাশি নিয়মিত টিভিতেও অভিনয় করছেন এই শিল্পী। এবারের ঈদের অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে তাঁর অভিনীত ঈদ ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’। এ ছাড়া দুরন্ত টিভিতে পুনঃপ্রচার হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘টিরিগিরিটক্কা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত