এবার অত্যাধুনিক প্রসেসর আনছে গ্রাফিক্স কার্ড প্রস্তুতকারক এনভিডিয়া
যৌথভাবে অত্যাধুনিক এআরএমভিত্তিক সিপিইউ তৈরি করছে এনভিডিয়া ও মিডিয়াটেক। উইন্ডোজ–এআরএম ইকোসিস্টেমকে উন্নত করার উদ্দেশ্যে এই সিপিইউ তৈরি করা হবে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি বাজারে আসতে পারে। মাইক্রোসফট, কোয়ালকম, এএমডি ও ইন্টেলের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে নতুম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রসেসরট