

ডোনাল্ড ট্রাম্পের মন জোগাতে মরিয়া হয়ে উঠেছে মার্ক জাকারবার্গে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা। ইলন মাস্কের এক্স–এর অনুকরণে থার্ডপার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করার ঘোষণা দিয়েছে এরই মধ্যে। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রান্সজেন্ডার, নারী ও অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের নীতি শিথিল করেছে!

প্রযুক্তি সংস্থা মেটা সিদ্ধান্ত নিয়েছে, তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকার ব্যবহার বন্ধ করবে। এর পরিবর্তে সংস্থাটি ব্যবহারকারীদের মতামতের ওপর ভিত্তি করে ‘কমিউনিটি নোটস’ পদ্ধতি চালু করবে। তবে মেটার এই সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির ওভারসাইট বোর্ডে
