Ajker Patrika

টুইটারে বিজ্ঞাপন দেখানো কমাবেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
টুইটারে বিজ্ঞাপন দেখানো কমাবেন মাস্ক

এবার টুইটারের বিজ্ঞাপন নীতি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে করা এক টুইটে বিজ্ঞাপনের পরিমাণ কমানো ও বিজ্ঞাপনের আকার ছোট করার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জানুয়ারি এক টুইটে মাস্ক বলেন, ‘টুইটার বিজ্ঞাপনের আকার এবং পরিমাণ অনেক বেশি। আগামী দিনগুলোতে এ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে’। 

আরেকটি টুইটে তিনি বলেন, ‘টুইটারে আরও বেশি মূল্যের সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করা হবে। এই প্যাকেজ ব্যবহারকারীরা তাঁদের ফিডে কোনো বিজ্ঞাপন দেখবেন না।’ 

গত এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গত অক্টোবর থেকে ৫০০–এর বেশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেওয়া স্থগিত করায় টুইটারের আয়ে ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। 

আর্থিক সংকটের কারণে সারা বিশ্বে টুইটারের একাধিক অফিসে এখনো ভাড়া বকেয়া রয়েছে। সান ফ্রান্সিসকো কার্যালয়ের ভাড়া পরিশোধ না করায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন ভবনের মালিক কলম্বিয়া রেইট। গত ডিসেম্বরে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টুইটার সান ফ্রান্সিসকোর মার্কেট স্ট্রিটের সদর দপ্তর এবং অন্যান্য বৈশ্বিক কার্যালয়ের ভাড়া পরিশোধের সময়সীমারও কয়েক সপ্তাহ পিছিয়ে ছিল। এরই মধ্যে, বিজ্ঞাপন কমিয়ে আনার নতুন ইঙ্গিত টুইটারের ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে নেটিজেনদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত