প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে হত্যা মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ভুয়া তথ্য উপস্থাপন করায় ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইনজীবী। রিশি নাথওয়ানি নামের এই আইনজীবী ‘কিংস কাউন্সেল’ মর্যাদা সম্পন্ন। আদালতে জমা দেওয়া তার লিখিত উপস্থাপনায় ছিল মনগড়া উদ্ধৃতি ও সম্পূর্ণ
১ ঘণ্টা আগেডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবনের নানা দিক। বর্তমানে বিনোদন, শিক্ষা, ব্যবসা কিংবা উপার্জনের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব অপরিসীম। এরই মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা একটি প্ল্যাটফর্ম হলো টিকটক। অল্প সময়ে অ্যাপটি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
২০ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১ দিন আগে