প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
২৭ মিনিট আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২ ঘণ্টা আগেগুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম যুক্তরাষ্ট্রে ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখানোর কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতিমধ্যেই মামলাটি দায়ের করা হয়েছে। তবে কোথায় এবং কবে এটি দাখিল করা হয়েছে...
৪ ঘণ্টা আগে