প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে মাসটোডন নামে একটি ছোট সামাজিক নেটওয়ার্কে সাইন আপ করা লোকের সংখ্যা বাড়ছে। এমনকি টুইটারে বেশ ফলোয়ার আছেন এমন অনেককে মাসটোডনে অ্যাকাউন্ট খুলতে দেখা যাচ্ছে।
অবশ্য মাসটোডনের কথা হয়তো অনেকেই জানেন না। এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এটি চালু হয়েছে ২০১৬ সালে। কিন্তু এখন দ্রুত বাড়ছে।
টুইটারে কর্মী ছাঁটাই, বিতর্কিত কিছু পরিবর্তন, বিষয়বস্তু মডারেশন পদ্ধতিতে সম্ভাব্য পরিবর্তন এবং ঘৃণাপূর্ণ কথাবার্তা বেড়ে যাওয়ায় অনেকে একটি বিকল্প খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁরাই মূলত এখন মাসটোডনে সাইন আপ করছেন।
এটা ঠিক যে টুইটারের সরাসরি কোনো বিকল্প নেই। এরই মধ্যে এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সেদিক থেকে মাসটোডন একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির ইন্টারফেস টুইটারের মতোই। সংক্ষিপ্ত হালনাগাদের একটি টাইমলাইন থাকে। তবে সেটির জন্য বিশেষ কোনো অ্যালগরিদম কাজ করে না বরং কালানুক্রমিকভাবে সাজানো হয়।
মাসটোডন টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একক কোম্পানির হাতে নিয়ন্ত্রিত একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম নয়। বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তি পরিচালিত বিভিন্ন সার্ভারে যুক্ত হওয়ার সুযোগ থাকে এখানে।
অন্য বৃহৎ সামাজিক নেটওয়ার্কের বিপরীতে মাসটোডন ব্যবহার করার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না, এটি সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত। মাসটোডন তৈরি করেছেন ইউজেন রোচকো। এই জার্মান নাগরিক প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান ডেভেলপার। মাসটোডনকে সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করেন রোচকো। পরিচালনা ব্যয় সংস্থান হয় পৃষ্ঠপোষকদের অনুদান দিয়ে।
রোচকো গত বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বলেন, মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে ২ লাখ ৩০ হাজার নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন ৬ লাখ ৫৫ হাজার। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে মাসটোডন নামে একটি ছোট সামাজিক নেটওয়ার্কে সাইন আপ করা লোকের সংখ্যা বাড়ছে। এমনকি টুইটারে বেশ ফলোয়ার আছেন এমন অনেককে মাসটোডনে অ্যাকাউন্ট খুলতে দেখা যাচ্ছে।
অবশ্য মাসটোডনের কথা হয়তো অনেকেই জানেন না। এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এটি চালু হয়েছে ২০১৬ সালে। কিন্তু এখন দ্রুত বাড়ছে।
টুইটারে কর্মী ছাঁটাই, বিতর্কিত কিছু পরিবর্তন, বিষয়বস্তু মডারেশন পদ্ধতিতে সম্ভাব্য পরিবর্তন এবং ঘৃণাপূর্ণ কথাবার্তা বেড়ে যাওয়ায় অনেকে একটি বিকল্প খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁরাই মূলত এখন মাসটোডনে সাইন আপ করছেন।
এটা ঠিক যে টুইটারের সরাসরি কোনো বিকল্প নেই। এরই মধ্যে এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সেদিক থেকে মাসটোডন একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির ইন্টারফেস টুইটারের মতোই। সংক্ষিপ্ত হালনাগাদের একটি টাইমলাইন থাকে। তবে সেটির জন্য বিশেষ কোনো অ্যালগরিদম কাজ করে না বরং কালানুক্রমিকভাবে সাজানো হয়।
মাসটোডন টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একক কোম্পানির হাতে নিয়ন্ত্রিত একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম নয়। বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তি পরিচালিত বিভিন্ন সার্ভারে যুক্ত হওয়ার সুযোগ থাকে এখানে।
অন্য বৃহৎ সামাজিক নেটওয়ার্কের বিপরীতে মাসটোডন ব্যবহার করার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না, এটি সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত। মাসটোডন তৈরি করেছেন ইউজেন রোচকো। এই জার্মান নাগরিক প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান ডেভেলপার। মাসটোডনকে সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করেন রোচকো। পরিচালনা ব্যয় সংস্থান হয় পৃষ্ঠপোষকদের অনুদান দিয়ে।
রোচকো গত বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বলেন, মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে ২ লাখ ৩০ হাজার নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন ৬ লাখ ৫৫ হাজার। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৪ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৫ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৬ ঘণ্টা আগে