প্রযুক্তি ডেস্ক
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৮ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৯ ঘণ্টা আগে