প্রযুক্তি ডেস্ক
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। তাঁর নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এরই মধ্যে টুইটার ছেড়েছেন জনপ্রিয় তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে টুইটার থেকে। এরই মধ্যে ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের নতুন এক টুইটার পোস্ট আবার জন্ম দিয়েছে বিতর্কের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের মতামত জানতে গত ১৬ জানুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে ইলন মাস্ক লেখেন, ‘ইনস্টাগ্রাম মানুষকে বিষণ্ন করে তোলে এবং টুইটার মানুষ রাগান্বিত করে। তাহলে কোনটি বেশি ভালো?’
মাস্কের এ টুইট দেখেছেন ৬ কোটি ৬০ লাখের বেশি টুইটার ব্যবহারকারী। মাস্কের এ টুইটে রিপ্লাই এসেছে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং পাল্টা এক টুইটে লেখেন, ‘কোনোটিই নয়’।
এক টুইটার ব্যবহারকারী মাস্কের টুইটের রিপ্লাইতে লিখেছেন, ‘ইনস্টাগ্রাম নয়, মাইক্রোসফটের “লিংকড-ইন” মানুষকে বিষণ্ন করে তোলে।’
এর আগে, গত ১৯ ডিসেম্বর টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে তাঁর থাকা উচিত কি না তা জানতে চেয়ে টুইটারে ভোট চালু করেন মাস্ক। পোল পোস্টে তিনি বলেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে সিইও পদে চান না বলে মত দেন। টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ অনুসারী এই জরিপে অংশ নেয়। যার প্রায় ১ কোটি অনুসারীই মাস্ককে আর টুইটারের প্রধান নির্বাহী হিসেবে চান না বলে জানান।
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। তাঁর নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এরই মধ্যে টুইটার ছেড়েছেন জনপ্রিয় তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে টুইটার থেকে। এরই মধ্যে ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের নতুন এক টুইটার পোস্ট আবার জন্ম দিয়েছে বিতর্কের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের মতামত জানতে গত ১৬ জানুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে ইলন মাস্ক লেখেন, ‘ইনস্টাগ্রাম মানুষকে বিষণ্ন করে তোলে এবং টুইটার মানুষ রাগান্বিত করে। তাহলে কোনটি বেশি ভালো?’
মাস্কের এ টুইট দেখেছেন ৬ কোটি ৬০ লাখের বেশি টুইটার ব্যবহারকারী। মাস্কের এ টুইটে রিপ্লাই এসেছে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং পাল্টা এক টুইটে লেখেন, ‘কোনোটিই নয়’।
এক টুইটার ব্যবহারকারী মাস্কের টুইটের রিপ্লাইতে লিখেছেন, ‘ইনস্টাগ্রাম নয়, মাইক্রোসফটের “লিংকড-ইন” মানুষকে বিষণ্ন করে তোলে।’
এর আগে, গত ১৯ ডিসেম্বর টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে তাঁর থাকা উচিত কি না তা জানতে চেয়ে টুইটারে ভোট চালু করেন মাস্ক। পোল পোস্টে তিনি বলেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে সিইও পদে চান না বলে মত দেন। টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ অনুসারী এই জরিপে অংশ নেয়। যার প্রায় ১ কোটি অনুসারীই মাস্ককে আর টুইটারের প্রধান নির্বাহী হিসেবে চান না বলে জানান।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে