প্রযুক্তি ডেস্ক
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে