Ajker Patrika

ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫: ২৪
ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প 

দুই বছর পর ফেসবুক ও ইউটিউবে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে নিজের আগমনের কথা জানান দেন তিনি। ভিডিওর ক্যাপশনে সব বড় অক্ষরে তিনি লিখেছেন ‘আই অ্যাম ব্যাক।’ ভিডিওটি মূলত ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণের ছোট একটি অংশ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ট্রাম্পের মোট ৩ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। আর ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার মোট ২৬ লাখ। আজ ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইউটিউব। এক টুইট বার্তায় ইউটিউব লিখেছে, ‘আজ থেকে ট্রাম্পের চ্যানেল নিষেধাজ্ঞামুক্ত। তিনি চাইলে নতুন কনটেন্ট আপলোড করতে পারবেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর এক দিন পরে ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। 

এরপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে একটি চিঠিতে ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট বলেছিলেন, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ ফলোয়ার ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের প্রধান প্রতিযোগী হিসেবে তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া ন্যায়সংগত।

ক্যাপিটল হিলে দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। সেখানে তাঁর ৫০ লাখের কিছু কম অনুসারী রয়েছে।

এর আগে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক টুইটার কেনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। তবে টুইটারে ট্রাম্প এখনো সক্রিয় হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত