Ajker Patrika

৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য বিক্রির বিজ্ঞাপন

প্রযুক্তি ডেস্ক
৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য বিক্রির বিজ্ঞাপন

প্রায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন এক হ্যাকার। সাইবার হামলা চালিয়ে তিনি ওই ব্যবহারকারীদের ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলে দাবি করছেন। চলতি বছরের শুরুতে তথ্যগুলো চুরি করা হয়েছে বলেও জানান সেই হ্যাকার। তাঁর হ্যাকিংয়ের তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও রয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদন অনুযায়ী, ‘ব্রিচড হ্যাকিং ফোরাম’ নামক একটি ওয়েবসাইটে ‘রিউশি’ নামের একজন হ্যাকার সেই তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। এই সাইটে সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীর চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়। ৪০ কোটি ব্যবহারকারীর তথ্যের জন্য ২ লাখ ডলার হাঁকিয়েছেন ওই হ্যাকার। 

টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে এ বিষয়ে সতর্ক করে সেই হ্যাকার বলেন, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়ার আগেই মাস্ককে এগুলো কিনে নিতে বলেন তিনি। 

এরই মধ্যে প্রায় ১ হাজার টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেছেন সেই হ্যাকার। তথ্য ফাঁস হওয়া টুইটার ব্যবহারকারীর তালিকায় রয়েছেন— গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মার্ক কিউবাসহ হাইপ্রোফাইল বেশ কয়েকজন তারকা ও রাজনীতিবিদ। 

টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। তবে এর মধ্যেই ফাঁস হওয়া তথ্যগুলো সঠিক বলে প্রমাণিত হওয়ায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় নেটিজেনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত