Ajker Patrika

ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হলো টুইটার ব্লু সাবস্ক্রিপশন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৫: ৪৮
ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হলো টুইটার ব্লু সাবস্ক্রিপশন

গত ডিসেম্বরে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। মাসিক ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিতে পারছেন। তবে সব দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাননি। পর্যায়ক্রমে সকল দেশে এই সাবস্ক্রিপশন সুবিধা আনার ঘোষণা দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে ব্লু টিক সাবস্ক্রিপশন সুবিধা। ফলে বর্তমানে এই সুবিধা পাওয়া যাচ্ছে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়া নতুন দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, মাল্টা ও সাইপ্রাস।

সম্প্রতি, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।

এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা জুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

মেটা জানিয়েছে, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত