Ajker Patrika

টুইটার ব্লু টিক পেতে বাড়তি টাকা দিতে হবে অ্যাপলের গ্রাহকদের

প্রযুক্তি ডেস্ক
টুইটার ব্লু টিক পেতে বাড়তি টাকা দিতে হবে অ্যাপলের গ্রাহকদের

অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে থেকে টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি টাকা। ব্যবহারকারী যদি টুইটারের ওয়েব ভার্সন থেকে ব্লু টিক সেবায় সাবস্ক্রাইব করেন তবে তাঁকে গুনতে হবে পূর্ব নির্ধারিত ৭ ডলার ৯৯ সেন্ট। তবে আইওএস থেকে এই সেবা গ্রহণ করলে মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ ডেভেলপারদের প্রথম বছরে অ্যাপে কেনাকাটার ওপর অ্যাপলকে ফি দিতে হয় ৩০ শতাংশ। তবে পরের বছর থেকে তা ১৫ শতাংশে গিয়ে দাঁড়ায়। অ্যাপ স্টোরের খরচ মেটাতেই মূলত অ্যাপল ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। টুইটারের ব্লু টিক সেবা আপাতত বন্ধ রয়েছে। তবে আবার চালু হওয়ার পর থেকেই এই বাড়তি ফি গুনতে হবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের।

এর আগে, গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে অ্যাপলকে উদ্দেশ করে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করা নিয়েও সমালোচনা করেন তিনি। এক টুইটে মাস্ক জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। যদিও পরে অ্যাপলের সদর দপ্তরে গিয়ে কোম্পানির সিইও টিম কুকের সঙ্গে দেখা করে ইলন মাস্ক বলেন, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত