উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুক ও গুগল। এই প্রকল্পটির লক্ষ্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় ইন্টারনেটের গতি বাড়ানো।
এর আগে একই ক্যাবলে আমেরিকার সঙ্গে হংকংকে সংযুক্ত করার তিনটি প্রকল্প হাতে নিয়েছিল ফেসবুক। তবে সরকারের আপত্তিতে প্রকল্পগুলো স্থগিত হয়ে হয়। এরপরই উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের এই পরিকল্পনা হাতে নেয় প্রতিষ্ঠানটি।
ফেসবুকের নতুন এই পরিকল্পনার জন্যও সংশ্লিষ্ট সরকারগুলোর নিয়ন্ত্রণ সংস্থার অনুমতি নিতে হবে।
ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভাদর বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইকো এবং বিফ্রোস্ট শীর্ষক ক্যাবল প্রকল্প জাভা সাগর পেরিয়ে দুটি নতুন পথে যাবে। এটি এই অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা অন্তত ৭০ শতাংশ বাড়াবে।
ফেসবুক আরও যোগ করেছে, এই ক্যাবল প্রথম যা সরাসরি উত্তর আমেরিকার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রধান অংশকে সংযুক্ত করবে।
ইকো ক্যাবল প্রকল্পের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আর গুগল এবং ইন্দোনেশিয়ার টেলিকম কোম্পানি এক্সএল আজিয়াটার অংশীদারিত্বে নির্মিতব্য বিফ্রোস্ট ক্যাবলের কাজ শেষ হতে পারে ২০২৪ সালের মধ্যে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার ৭৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর বেশিরভাগই ব্যবহার করেন মোবাইল ডাটা। ১০ শতাংশের কম মানুষ ব্যবহার করেন ব্রডব্যান্ড।
গত বছর ফেসবুক জানিয়েছিল, তিন হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল ইন্দোনেশিয়ার ২০টি শহরজুড়ে স্থাপন করা হবে। এছাড়া চুক্তি অনুযায়ী পাবলিক ওয়াইফাই স্পটও বাড়ানো হবে।
সূত্র: বিবিসি
উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুক ও গুগল। এই প্রকল্পটির লক্ষ্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় ইন্টারনেটের গতি বাড়ানো।
এর আগে একই ক্যাবলে আমেরিকার সঙ্গে হংকংকে সংযুক্ত করার তিনটি প্রকল্প হাতে নিয়েছিল ফেসবুক। তবে সরকারের আপত্তিতে প্রকল্পগুলো স্থগিত হয়ে হয়। এরপরই উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের এই পরিকল্পনা হাতে নেয় প্রতিষ্ঠানটি।
ফেসবুকের নতুন এই পরিকল্পনার জন্যও সংশ্লিষ্ট সরকারগুলোর নিয়ন্ত্রণ সংস্থার অনুমতি নিতে হবে।
ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভাদর বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইকো এবং বিফ্রোস্ট শীর্ষক ক্যাবল প্রকল্প জাভা সাগর পেরিয়ে দুটি নতুন পথে যাবে। এটি এই অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা অন্তত ৭০ শতাংশ বাড়াবে।
ফেসবুক আরও যোগ করেছে, এই ক্যাবল প্রথম যা সরাসরি উত্তর আমেরিকার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রধান অংশকে সংযুক্ত করবে।
ইকো ক্যাবল প্রকল্পের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আর গুগল এবং ইন্দোনেশিয়ার টেলিকম কোম্পানি এক্সএল আজিয়াটার অংশীদারিত্বে নির্মিতব্য বিফ্রোস্ট ক্যাবলের কাজ শেষ হতে পারে ২০২৪ সালের মধ্যে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার ৭৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর বেশিরভাগই ব্যবহার করেন মোবাইল ডাটা। ১০ শতাংশের কম মানুষ ব্যবহার করেন ব্রডব্যান্ড।
গত বছর ফেসবুক জানিয়েছিল, তিন হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল ইন্দোনেশিয়ার ২০টি শহরজুড়ে স্থাপন করা হবে। এছাড়া চুক্তি অনুযায়ী পাবলিক ওয়াইফাই স্পটও বাড়ানো হবে।
সূত্র: বিবিসি
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১৪ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৬ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে