প্রযুক্তি ডেস্ক
টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
ম্যাকসুইনি জানান, গত ১৬ নভেম্বর মধ্যরাতে কর্মীদের দেওয়া ইলন মাস্কের ই–মেইলের কোনো জবাব দেননি ম্যাকসুইনি। ই–মেইলটিতে কর্মীদের ‘কঠোর পরিশ্রমী’ হতে বলেছিলেন মাস্ক। যারা মাস্কের কথা মেনে টুইটারে থাকতে চান, তাঁদের ই–মেইলে প্রদর্শিত ‘হ্যাঁ’ বাটনে চাপ দিয়ে পরবর্তী লিংকে প্রবেশ করতে বলা হয়েছিল। যারা এটি করবে না তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
টুইটারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ম্যাকসুইনি। তাঁর কর্মসংস্থান চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে তিনি ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। ম্যাকসুইনি জানান, ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কাজ আরও কঠিন হয়ে উঠেছে। তবে কঠিন পরিশ্রম করতে তাঁর কোনো অসুবিধা নেই।
ম্যাকসুইনি বলেন, ‘মাস্ক কর্মীদের “মিশ্র বার্তা” দিয়েছেন এবং “অপ্রথাগত পদ্ধতিতে” সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপাত কোনো যুক্তি ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করেছেন এবং নতুন করে কর্মী নিয়োগ করছেন।’
টুইটার অধিগ্রহণের পর থেকে কোম্পানির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত ১৬ নভেম্বর মধ্যরাতের ই–মেইলের পর আরও ২ হাজার কর্মী তাঁর নির্দেশনায় সাড়া না দিয়ে কোম্পানি ছেড়েছেন। টুইটার কর্তৃপক্ষ যদিও কিছু কর্মীকে ফিরে আসতে বলেছে।
টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
ম্যাকসুইনি জানান, গত ১৬ নভেম্বর মধ্যরাতে কর্মীদের দেওয়া ইলন মাস্কের ই–মেইলের কোনো জবাব দেননি ম্যাকসুইনি। ই–মেইলটিতে কর্মীদের ‘কঠোর পরিশ্রমী’ হতে বলেছিলেন মাস্ক। যারা মাস্কের কথা মেনে টুইটারে থাকতে চান, তাঁদের ই–মেইলে প্রদর্শিত ‘হ্যাঁ’ বাটনে চাপ দিয়ে পরবর্তী লিংকে প্রবেশ করতে বলা হয়েছিল। যারা এটি করবে না তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
টুইটারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ম্যাকসুইনি। তাঁর কর্মসংস্থান চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে তিনি ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। ম্যাকসুইনি জানান, ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কাজ আরও কঠিন হয়ে উঠেছে। তবে কঠিন পরিশ্রম করতে তাঁর কোনো অসুবিধা নেই।
ম্যাকসুইনি বলেন, ‘মাস্ক কর্মীদের “মিশ্র বার্তা” দিয়েছেন এবং “অপ্রথাগত পদ্ধতিতে” সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপাত কোনো যুক্তি ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করেছেন এবং নতুন করে কর্মী নিয়োগ করছেন।’
টুইটার অধিগ্রহণের পর থেকে কোম্পানির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত ১৬ নভেম্বর মধ্যরাতের ই–মেইলের পর আরও ২ হাজার কর্মী তাঁর নির্দেশনায় সাড়া না দিয়ে কোম্পানি ছেড়েছেন। টুইটার কর্তৃপক্ষ যদিও কিছু কর্মীকে ফিরে আসতে বলেছে।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৫ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে