প্রযুক্তি ডেস্ক
নতুন বছরে নিজেদের সেবা আরও উন্নত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইনস্টাগ্রাম। আগামী বছর এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে, এর বেশ কিছু ফিচারকে আরও উন্নত করা। তবে বেশি জোর দেওয়া হবে ভিডিওর ওপর। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে , ২০২১ সালে সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দিয়েছে ইনস্টাগ্রাম। সরিয়ে ফেলা হয়েছে লাইক কাউন্ট। শুধু তাই নয়, কিশোর বয়সের ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের সরাসরি বার্তা পাঠানোর ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী বছর এই প্ল্যাটফর্মে এর রিল ফিচারকে ঘিরে সমস্ত ভিডিও ফরম্যাট উন্নত করার পরিকল্পনা করছে।
ভিডিও ছাড়াও মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটির মূল চালিকাশক্তি হচ্ছে মেসেজিং, স্বচ্ছতা ও কনটেন্ট নির্মাতারা। আগামী বছর এই সবকিছুতেই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অ্যাডাম মোসেরি।
টুইটারে এক ভিডিও বার্তায় মোসেরি বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদেরও যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সে কারণেই ইনস্টাগ্রামের কিছু বিষয় উন্নত করা প্রয়োজন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর স্রেফ একটি ফটো-শেয়ারিং অ্যাপ নই। তাই আমরা ভিডিওর ওপর জোর দিয়ে কাজ করছি। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের কাছে রিল ফিচার আরও জনপ্রিয় করে তোলা। তা ছাড়া কীভাবে এই প্ল্যাটফর্মের স্বচ্ছতা আরও বাড়ানো যায়, তাতে আমরা জোর দিয়েছি।’ কনটেন্ট নির্মাতারা যেন আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছর ইনস্টাগ্রামে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীদের নিজের প্রোফাইলের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার ওপর জোর দেওয়া হয়েছে। লাইক কাউন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সময় বেঁধে দেওয়ার জন্য ‘লিমিট’ ফিচার চালু করা হয়েছে।
নতুন বছরে নিজেদের সেবা আরও উন্নত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইনস্টাগ্রাম। আগামী বছর এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে, এর বেশ কিছু ফিচারকে আরও উন্নত করা। তবে বেশি জোর দেওয়া হবে ভিডিওর ওপর। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে , ২০২১ সালে সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দিয়েছে ইনস্টাগ্রাম। সরিয়ে ফেলা হয়েছে লাইক কাউন্ট। শুধু তাই নয়, কিশোর বয়সের ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের সরাসরি বার্তা পাঠানোর ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী বছর এই প্ল্যাটফর্মে এর রিল ফিচারকে ঘিরে সমস্ত ভিডিও ফরম্যাট উন্নত করার পরিকল্পনা করছে।
ভিডিও ছাড়াও মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটির মূল চালিকাশক্তি হচ্ছে মেসেজিং, স্বচ্ছতা ও কনটেন্ট নির্মাতারা। আগামী বছর এই সবকিছুতেই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অ্যাডাম মোসেরি।
টুইটারে এক ভিডিও বার্তায় মোসেরি বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদেরও যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সে কারণেই ইনস্টাগ্রামের কিছু বিষয় উন্নত করা প্রয়োজন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর স্রেফ একটি ফটো-শেয়ারিং অ্যাপ নই। তাই আমরা ভিডিওর ওপর জোর দিয়ে কাজ করছি। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের কাছে রিল ফিচার আরও জনপ্রিয় করে তোলা। তা ছাড়া কীভাবে এই প্ল্যাটফর্মের স্বচ্ছতা আরও বাড়ানো যায়, তাতে আমরা জোর দিয়েছি।’ কনটেন্ট নির্মাতারা যেন আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছর ইনস্টাগ্রামে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীদের নিজের প্রোফাইলের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার ওপর জোর দেওয়া হয়েছে। লাইক কাউন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সময় বেঁধে দেওয়ার জন্য ‘লিমিট’ ফিচার চালু করা হয়েছে।
আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বছরের সবচেয়ে বড় আয়োজন। এতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত পিক্সেল ১০ সিরিজ, নতুন স্মার্টঘড়ি পিক্সেল ওয়াচ ৪ এবং ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। গত কয়েক সপ্তাহে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজবের মধ্য দিয়ে আগেভাগেই অনেক কিছু জানা গেছে, তবে আজ রাতের
৩ ঘণ্টা আগেবাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগে শামিল হতে চান অনেকেই। তবে চমকপ্রদ বিষয় হলো–এই সোলার প্যানেলই জাতীয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ (CISA) সম্প্রতি জানিয়েছে, টেক্সাসভিত্তিক কোম্পানি ইজি ৪ ইলেক
৪ ঘণ্টা আগেআইফোন প্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক কীনোট ইভেন্ট, যেখানে উন্মোচন করা হবে আইফোন ১৭ সিরিজ। এই ইভেন্টে শুধু আইফোন নয়, আরও বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এক সুবিধা চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অনুবাদ ফিচার। এই ফিচারটি ভিডিওতে থাকা কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে নির্মাতার কণ্ঠে ডাবিং করে দেয়।
৭ ঘণ্টা আগে