Ajker Patrika

কর্মীদের কাছে ক্ষমা চাইলেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৬: ১১
কর্মীদের কাছে ক্ষমা চাইলেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা

টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি তাঁর সাবেক কর্মীদের উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন। গতকাল শনিবার তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে তিনি ক্ষমা চান।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। টুইটারের প্রায় ৫০ ভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াজুড়ে। এর ফলেই ক্ষমা চেয়ে টুইট করেন জ্যাক ডোরসি।

তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইটে ডোরসি বলেন, ‘আমি জানি টুইটারের সাবেক ও বর্তমান কর্মীরা যেকোনো কঠিন পরিস্থিতিই মোকাবিলা করতে সক্ষম। যত কঠিন মুহূর্তই আসুক, তাঁরা এর থেকে উৎরানোর একটা উপায় বের করবেনই। তবে আমি জানি, আমার ওপর অনেকেই মনঃক্ষুণ্ন। আমি এই পরিস্থিতির দায় স্বীকার করে নিচ্ছি। আমি আসলে কোম্পানির আকার দ্রুতই বেশি বড় করে ফেলেছিলাম। আমি এর জন্য ক্ষমা চাইছি।’

গতকাল অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে ক্ষমা চেয়ে টুইট করেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি।জ্যাক ডোরসি ২০২১ সালের নভেম্বর মাসে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ান। পরে এই বছরের মে মাসে বোর্ড অব ডিরেক্টরস থেকেও সরে দাঁড়ান তিনি।

সাম্প্রতিক সিএনএনের এক প্রতিবেদনের জানা যায়, টুইটারে জ্যাক ডোরসির বর্তমান শেয়ার প্রায় ২ দশমিক ৪ শতাংশ।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করেছেন কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ৫০ ভাগ কর্মী। কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৫০০। মূলত কোম্পানির আর্থিক ক্ষতি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত