প্রযুক্তি ডেস্ক
ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১২ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে