Ajker Patrika

টুইটারের নামই বদলে দিলেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪: ২০
টুইটারের নামই বদলে দিলেন মাস্ক

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তরের বিল্ডিংয়ে বড় করে ‘টুইটার’ লেখা বোর্ড। সম্প্রতি সেই বোর্ডে লেখা নামই বদলে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার থেকে ‘ডব্লিউ’ অক্ষরে সাদা রং করিয়েছেন তিনি। এতে করে অক্ষরটি দূর থেকে আর বোঝা যাচ্ছে না। ফলে বিল্ডিংটিতে টুইটারের নাম এখন টিটার (Titter)।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, টুইটার বোর্ডে এমন বদল আনার কারণ জানিয়ে টুইটও করেছেন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের ল্যান্ডলর্ড দাবি করেছেন, আমরা আইন অনুযায়ী টুইটার সাইন থেকে কখনো ‘ডব্লিউ’ অক্ষরটি সরাতে পারব না। তাই আমরা ওই অক্ষরটিতেই রং করে দিয়েছি। হয়ে গেল সমাধান!’ 

অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, টুইটারের এই বোর্ডে রং করার কাজ অনেক দিন ধরেই চলছিল। সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডব্লিউ অক্ষরটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে। এবার কারণটা তাঁরা বুঝতে পেরেছেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি। 

এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হঠাৎ কেন মিডিয়া সংস্থাগুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো, সে বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত