প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তরের বিল্ডিংয়ে বড় করে ‘টুইটার’ লেখা বোর্ড। সম্প্রতি সেই বোর্ডে লেখা নামই বদলে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার থেকে ‘ডব্লিউ’ অক্ষরে সাদা রং করিয়েছেন তিনি। এতে করে অক্ষরটি দূর থেকে আর বোঝা যাচ্ছে না। ফলে বিল্ডিংটিতে টুইটারের নাম এখন টিটার (Titter)।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, টুইটার বোর্ডে এমন বদল আনার কারণ জানিয়ে টুইটও করেছেন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের ল্যান্ডলর্ড দাবি করেছেন, আমরা আইন অনুযায়ী টুইটার সাইন থেকে কখনো ‘ডব্লিউ’ অক্ষরটি সরাতে পারব না। তাই আমরা ওই অক্ষরটিতেই রং করে দিয়েছি। হয়ে গেল সমাধান!’
অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, টুইটারের এই বোর্ডে রং করার কাজ অনেক দিন ধরেই চলছিল। সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডব্লিউ অক্ষরটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে। এবার কারণটা তাঁরা বুঝতে পেরেছেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হঠাৎ কেন মিডিয়া সংস্থাগুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো, সে বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তরের বিল্ডিংয়ে বড় করে ‘টুইটার’ লেখা বোর্ড। সম্প্রতি সেই বোর্ডে লেখা নামই বদলে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার থেকে ‘ডব্লিউ’ অক্ষরে সাদা রং করিয়েছেন তিনি। এতে করে অক্ষরটি দূর থেকে আর বোঝা যাচ্ছে না। ফলে বিল্ডিংটিতে টুইটারের নাম এখন টিটার (Titter)।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, টুইটার বোর্ডে এমন বদল আনার কারণ জানিয়ে টুইটও করেছেন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের ল্যান্ডলর্ড দাবি করেছেন, আমরা আইন অনুযায়ী টুইটার সাইন থেকে কখনো ‘ডব্লিউ’ অক্ষরটি সরাতে পারব না। তাই আমরা ওই অক্ষরটিতেই রং করে দিয়েছি। হয়ে গেল সমাধান!’
অনেক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, টুইটারের এই বোর্ডে রং করার কাজ অনেক দিন ধরেই চলছিল। সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডব্লিউ অক্ষরটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে। এবার কারণটা তাঁরা বুঝতে পেরেছেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হঠাৎ কেন মিডিয়া সংস্থাগুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো, সে বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে