Ajker Patrika

টুইটারের বিকল্প আনলেন সহপ্রতিষ্ঠাতা ডরসি 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৫: ৩৫
টুইটারের বিকল্প আনলেন সহপ্রতিষ্ঠাতা ডরসি 

মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে নানা বিতর্কের জন্ম দিয়েছে প্ল্যাটফর্মটি। মাস্কের নতুন নতুন সিদ্ধান্তে উদ্বিগ্ন টেসলার বিনিয়োগকারীরাও। সম্প্রতি, চ্যাটজিপিটির বিকল্প আনায় কাজ শুরু করেছেন মাস্ক। তবে এরই মধ্যে টুইটারের বিকল্প নিয়ে হাজির হলেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘ব্লুস্কাই’। এরই মধ্যে অ্যাপল আইওএস ডিভাইসের বেটা টেস্টারদের জন্য় উন্মোচন করা হয়েছে এটি। মূলত টুইটারের বিকল্প হিসেবেই তৈরি করা হয়েছে এটি। ২০২১ সালের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান ডরসি। তাঁর স্থলাভিষিক্ত হন চিফ টেকনোলজি অফিসার পরাগ আগরওয়াল। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ২০০৬ সালে প্রথম এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হন। ২০০৮ সালে সরে দাঁড়ানোর পর ২০১৫ সালে পুনরায় টুইটারের সিইওর দায়িত্ব নেন।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন ইলন মাস্ক। মাত্র দুই মাসের মধ্যেই আবার ধনকুবেরদের এই তালিকায় শীর্ষে  উঠেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের সিইও। ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত ডিসেম্বর মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা।

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এখন ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। অন্যদিকে, দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। মূলত, টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় সম্পদের পরিমাণ বেড়েছে মাস্কের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত