সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে